বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক আয়োজিত 'জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০১৯' ভাবসঙ্গীতে অংশ নিয়ে জাতীয় পর্যায়ে ২য় হয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেয়ে নুসরাত জাহান নওরীন।
সে খ’ গ্রুপ থেকে নিয়ে জাতীয় পর্যায়ে ২য় স্থান লাভ করে।
নওরীন বন্দরের মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। এরআগে সে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পর্যায়ে অংশ নিয়ে প্রথম স্থান লাভ করে। জেলা পার্যায়ে পথম স্থান এবং বিভাগ পর্যায়ে অংশ নিয়ে প্রথম স্থান লাভ বৃহস্পতিবার ঢাকা শিশু একাডেমিতে ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জাতীয় পর্যায়ে ২য় হয়। সে সকলের নিকট দোয়া প্রার্থী।
নুসরাত জাহান নওরীন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি এম এ শাহীনের বড় মেয়ে। তার শিক্ষাগুর বাউল শফি মন্ডল ও নরসিংদীর অঞ্জন দেবনাথ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন