২৬ মে, ২০১৯ ১৭:২৪

দিনাজপুরে ধানের নায্যমূল্যের দাবিতে জাপার মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরে ধানের নায্যমূল্যের দাবিতে জাপার মানববন্ধন

জাতীয় পার্টির মানববন্ধন

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ধানের নায্যমূল্য ও স্বচ্ছতার ভিত্তিতে লটারির মাধ্যমে প্রকৃত প্রান্তিক কৃষকের কাছ থেকে সরকারিভাবে ধান ক্রয়ের দাবিতে মানববন্ধন করেছে বোচাগঞ্জ উপজেলা জাতীয় পার্টি। রবিবার দুপুর ১২টায় সেতাবগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. জুলফিকার হোসেন, সহ-সভাপতি মো. কাবুল হোসেন, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, দফতর সম্পাদক আব্দুল আলিম, প্রচার সম্পাদক মো. খালেক, অর্থ সম্পাদক আব্দুর রৌফ, জাতীয় যুবসংহতীর আহ্বায়ক মো. সোহরাব আলী, পৌর যুব সংহতির আহ্বায়ক আহসানুল মতিন নান্নু প্রমুখ।

প্রধান অতিথি মো. জুলফিকার হোসেন মানববন্ধনে বলেন, কৃষকের রক্ত-ঘামে উৎপাদিত ধানের নায্যমূল্য দিতে হবে। কেউ যেন বঞ্চিত না হয়, যে জন্য স্বচ্ছতার ভিত্তিতে লটারির মাধ্যমে প্রকৃত প্রান্তিক কৃষককের কাছ থেকেউ সরকারি ভাবে ধান ক্রয় করতে হবে। কৃষক বাচঁলে দেশ বাঁচবে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর