নরসিংদীর বেলাবতে এক কলেজছাত্রী (১৮)কে ধর্ষণের চেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার দুপুরে নির্যাতিতা কলেজ ছাত্রী বাদি হয়ে বেলাবো থানায় দুই বখাটেকে আসামি করে মামলা দায়ের করেন।
নির্যাতিত শিক্ষার্থী উপজেলার নারায়নপুর রাবেয়া মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্রী। মামলায় অভিযুক্তরা হলো চর উজিলাব ইউনিয়নের চর আমলাব গ্রামের মজনু মিয়ার বখাটে ছেলে রাসেল(১৮) ও শামসুল হকের ছেলে নুরুল ইসলাম(২০)। উন্নত চিকিৎসার জন্য নির্যাতিত মেয়েটিকে নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
বেলাব থানার ওসি মোঃ ফকরুদ্দীন ভূইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নির্যাতিত মেয়েটি দুই বখাটেকে আসামি করে মামলা দায়ের করেছে। বর্তমানে আসামিরা পলাতক রয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন