বোয়ালমারী পৌর সদরের টেলিফোন এক্সচেঞ্জের সামনে মাঝকান্দি-ভাটিয়াপাড়া সড়ক ঘেঁষা লেকের পানিতে ডুবে আশারাফুল (২০) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। তিনি পৌরসভার পশ্চিম কামারগ্রামের বাসিন্দা। মানসিক প্রতিবন্ধী আশরাফুল বোয়ালমারী বাসস্ট্যান্ড এলাকায় ঘুরে বেড়াতো। তিনি সকলের নিকট আশরাফ মামা নামেও পরিচিত ছিলেন।
আশরাফুলের মা আমেনা বেগম জানান, তার একমাত্র ছেলে আশরাফ (২০) মানসিক প্রতিবন্ধী ও মৃগী রোগী ছিলো। গত শনিবার সকালে সে বাড়ি থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি। রবিবার বিকেলে লেকের পানিতে তার লাশ ভেসে উঠে। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ রাতে তার লাশ উদ্ধার করে।
এলাকাবাসীর ধারণা, রাতে রাস্তার পাশ দিয়ে পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে তিনি অসুস্থ হয়ে পুকুরে পড়ে যান এবং পানিতে ডুবে মৃত্যুবরণ করেন।
বিডি-প্রতিদিন/১০ জুন, ২০১৯/মাহবুব