টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রবিবার রাত দুইটার দিকে নাফ নদীর হ্নীলার জাদিমোরা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি।
বিজিবি সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক হতে পারে। সে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। তবে এ ঘটনায় বিজিবির দুই সদস্য মোহাম্মদ নুরুল হক ও মোহাম্মদ আরিফ হোসেন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা ও দেশীয় একটি একনলা বন্দুক, দুটি গুলির খোসা ও একটি কাঠের নৌকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে কর্নেল মো. ফয়সল হাসান খান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান আসছে বলে তথ্য পেয়ে রাতে টেকনাফের দমদমিয়া সীমান্ত চৌকির একটি টহল দল জাদিমোরা নাফ নদী সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি নৌকা বাংলাদেশের দিকে আসছিল। নৌকায় থাকা লোকজন বিজিবি সদস্যদের দেখামাত্র গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির একপর্যায়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় এক মাদক পাচারকারীকে উদ্ধার করা হয়। তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং বিজিবির দুই সদস্য মোঃ নুরুল হক ও মোহাম্মদ আরিফ হোসেনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে লাশের কোনো পরিচয় সনাক্ত করা না গেলে বেওয়ারিশ হিসেবে দাফনের ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ