দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে মালবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আমিনা বেগম (৬৭) ও সাহিদা বেগম (৫৫) নামে দুই নারী নিহত হয়েছেন। সোমবার রাত আটটায় এ দুর্ঘটনা ঘটে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার গণমাধ্যমকে জানান, রাতে চার্জার ভ্যানযোগে বাড়ি থেকে বের হয়ে নবাবগঞ্জ সদর উপজেলায় যাওয়ার পথে ভাদুরিয়া বাজারের কাছে একটি অসমতল স্থানে পড়লে ভ্যানটি রাস্তায় উল্টে যায়। এ সময় দ্রুতগামী একটি মালবোঝাই ট্রাক ওই দুই নারীকে পিষ্ট করে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/শফিক