যশোরের বেনাপোলের নঙ্গরপুর মহাসড়কে ভোর রাতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ২০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। এর মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
আজ মঙ্গলবার ভোর সাড়ে চারটায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, দুর্ঘটনার পর প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ রয়েছে নঙ্গরপুর মহাসড়কে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ শুরু করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছিল।
বিডি-প্রতিদিন/শফিক