মেহেরপুরের গাংনীর আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের বারান্দা থেকে শক্তিশালী দুটি তাজা বোমা ও বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে স্থানীয় হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা বোমা ও বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করে। কী কারণে এ বোমা বিস্ফোরণ তা জানাতে পারেনি পুলিশ।
গাংনী থানার ইন্সপেক্টর (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, গভীর রাতে পরপর দুটি বোমার বিস্ফোরণের শব্দে এলাকাবাসির ঘুম ভেঙ্গে যায়। বেশ কয়েকজন লোক মোবাইল ফোনে বিষয়টি পুলিশকে জানায়। কিন্তু বোমা বিস্ফোরণের স্থান চিহ্নিত করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার সকালে স্থানীয়রা আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের বারান্দায় বোমা দুটি দেখতে পেয়ে পুলিশকে জানায়। পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেলে বিস্ফোরিত বোমার আলামত ও দুটি তাজা বোমা উদ্ধার করে।
বিডি প্রতিদিন/ফারজানা