নোয়াখালী কবিরহাটে করমবক্স বাজারে ফলাহারী গ্রামে পুলিশের উপস্থিতিতে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৮ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে ইমাম উদ্দিন সুমন(৪০), ফাতেমা বেগম(২২), জেসমিন আক্তার(২০) ও বিবি জয়নবকে(৩৫) নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে।
হাসপাতালে চিকিৎসাধীন আহতরা ও তাদের স্বজনরা জানান, প্রতিপক্ষ ছালা উদ্দিন, মাহফুজ, আনোয়ার, আবদুল হকের নেত্বত্বে জোরদারা আমাদের ৩০ বছরের দখলিয় সম্পত্তি জবরদখল করার চেষ্টা করে পুলিশের উপস্থিতে। এ সময় আমাদের ঘরের পিলার ভেঙে দেয় এবং আমাদের একটি প্রজেক্টে বিষ ঢেলে প্রায় লাখ খানিক টাকার মাছ নষ্ট করেছে। আমরা বাধা দিলে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে আমাদের নারী-পুরুষদেরকে বেধম পিটিয়ে আহত করে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মির্জা হাছান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ সময় পুলিশ এদের প্রতিপক্ষের একটি মামলায় ঘটনাস্থলে যায়। তবুও আমি বিষয়টি তদন্ত করে দেখছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার