বৃহষ্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে ২ জন নিহত হয়েছেন। জেলার আশুগঞ্জ ও নবীনগরে এ ঘটনা ঘটে।
দুপুরে আশুগঞ্জ উপজেলার বড়তল্লা গ্রামে বসত ঘরের মটরপাম্পের কাজ করতে গিয়ে রেহান উদ্দিন (৫০) বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের লোকজন তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। সে বড়তল্লা গ্রামের মৃত আব্দুল হাফিজের ছেলে।
অপরদিকে সকালে নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ গ্রামে ঘরের ময়লা পরিষ্কার করে ডাস্টবিনে ফেলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয় শাহানা বেগম (৫০)। তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শাহানা বেগম ওই গ্রামের মোনায়েম মিয়ার স্ত্রী।
আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ময়নাল হোসেন ও নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনোজিত রায় বলেন, এ ব্যাপারে কোন অভিযোগ আসেনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার