১৮ জুন, ২০১৯ ০৯:৩০

ভোটারের অপেক্ষায় ভোটগ্রহণ কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ভোটারের অপেক্ষায় ভোটগ্রহণ কর্মকর্তারা

রাজশাহীর পবা উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৯টায়। এবারই প্রথম ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। তবে ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। সকাল ৯টায় ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও বসুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রস্তুতি শুরু হয় ৯টায়।

প্রিজাইডিং অফিসার সোহেল রানা জানান, ভোটার উপস্থিতি না থাকায় তারা ধীরে ধীরে প্রস্তুতি নিচ্ছেন। এই কেন্দ্রের ভোটার ৩ হাজার ৪৮৭ জন।

পবা উপজেলা নির্বাচনে এবার ভোটার দু’লাখ ২৮ হাজার ১২৭জন। ভোটকেন্দ্রের সংখ্যা ৭৯টি। এরমধ্যে ৬৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। 

এখানে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছে ৩জন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৫জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর