ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে চলছে মাদারীপুর সদর উপজেলা পরিষদের ভোট গ্রহণ। তবে ভোটার উপস্থিতি খুবই কম লক্ষ করা গেছে ।
মাদারীপুর জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান পদে ৩জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনে ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের ১শ’ ১৫টি কেন্দ্রের ৬শ’ ৪৮টি কক্ষে ২ লাখ ৬৬ হাজার ৫শ’ ১৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৫ হাজার ৩শ’ ৩৫ জন ও নারীর ভোটারের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ১শ’ ৬০ জন।
মোট ১১৫টি ভোট কেন্দ্রর মধ্যে ১১০টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাই প্রতিটি কেন্দ্রে একজন করে এসআই ও ৫ জন পুলিশ, ১০ জন আনসার মোতায়ন রয়েছে। এছাড়া ৫৫জন ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছে। ৫ প্লাটুন বিজিবিসহ ১১০০পুলিশ ও র্যাব মাঠে কাজ করছে। পাশাপাশি ৩টি কেন্দ্রে জন্য একটি মোবাইল টিম থাকবে ও ১০টি কেন্দ্রের জন্য একটি স্ট্রাইকিং ফোর্স থাকবে। যাতে করে নির্বাচনে কেউ কোন রকমের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।'
মাদারীপুরের পুলিশ সুপার সুব্রত কুমার হালাদার বলেন, ভোট কেন্দ্রে যদি কেউ বিশৃঙ্খলা বা ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করেন তাকে কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা হবে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী কাজল কৃষ্ণ দে’র বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক নৌ মন্ত্রী শাজাহান খানের ভাই অ্যাড. ওবাইদুর রহমান কালু খান।
বিডি-প্রতিদিন/শফিক