স্থগিত হওয়া খুলনার ডুমুরিয়া উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ আজ (মঙ্গলবার) অনুষ্ঠিত হচ্ছে। তবে সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম। ডুমুরিয়ার গুটুদিয়া এসিজিবি মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রসহ কয়েকটি কেন্দ্রে ভোটার উপস্থিতি কম দেখা যায়।
তবে খর্নিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নির্বাচন সংশ্লিষ্টরা মনে করছেন, বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে।
জানা যায়, গত ৩১ মার্চ ডুমুরিয়া উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রতীক বরাদ্দ নিয়ে উচ্চ আদালতে রিট হওয়ায় নির্বাচন স্থগিত হয়। পরে ১৮ জুন নির্বাচনের দিন ধার্য হয়। নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
খুলনা জেলা নির্বাচন কর্মকর্তা মাজাহারুল ইসলাম জানিয়েছেন, নির্বাচনে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে উপজেলার ১৪টি ইউনিয়নে ৭ প্লাটুন বিজিবি এবং ৪ প্লাটুন র্যাবসহ আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। মোট ৯৪টি কেন্দ্রে ২ লাখ ৪৪ হাজার ৫৭৬জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনে ৫ চেয়ারম্যান প্রার্থী হলেন- মোস্তফা সরোয়ার (নৌকা), গাজী এজাজ আহমেদ (ঘোড়া), মো. মাহবুবুর রহমান মোল্লা (আনারস), সেলিম আকতার স্বপন (হাতুড়ী) ও শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার (দোয়াত কলম)। ৮ ভাইস চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন- আব্দুল লতিফ মোড়ল (বাই সাইকেল), এম এ এরশাদ (টিউবওয়েল), জামিল আক্তার লেলিন (মাইক), শেখ মুজিবুর রহমান (উড়োজাহাজ), গোবিন্দ কুমার ঘোষ (তালা চাবি), সুমন ভ্রম্য (বই) ও গাজী আব্দুল হালিম (টিয়া পাখি) এবং ৩জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন- শারমিন পারভীন রুমা (কলস), হাসনা হেনা (ফুটবল) ও মাকসুদা আক্তার রাখি (হাঁস)।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন