শিরোনাম
১৮ জুন, ২০১৯ ১০:৫৫

বেলা বাড়ার সঙ্গে বাড়ছে শায়েস্তাগঞ্জে ভোটারদের উপস্থিতি

হবিগঞ্জ প্রতিনিধি

বেলা বাড়ার সঙ্গে বাড়ছে শায়েস্তাগঞ্জে ভোটারদের উপস্থিতি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ চলছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে নবগঠিত এ উপজেলার ১৮টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। 

নির্বাচনে চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৫জন, ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোটারের সংখ্যা ৪৫হাজার ৬৪১জন। এর মধ্যে পুরুষ ২২হাজার ৬০৪ ও মহিলা
২৩হাজার ৩৭জন। 

সকালে প্রতিটি কেন্দ্রেই ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। নির্বাচনকে শান্তিপূর্ণ করতে র‌্যাব, বিজিবি ও পুলিশেন স্টাইকিং ফোস, ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছেন। 

শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ চলছে। কোথায় কোন ধরণের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর