১৮ জুন, ২০১৯ ১৪:৫৬

মাদারীপুরে জাল ভোট দেয়ার অভিযোগে যুবক আটক

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে জাল ভোট দেয়ার অভিযোগে যুবক আটক

জাল ভোট দেয়ার অভিযোগে মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের মধ্য হাউসদি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে মাসুম চোকদার(২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার দুুপুরে তাকে আটক করা হয়।

মাসুম অন্য এক ব্যক্তির নাম ব্যবহার করে ভোট দেয়ার চেষ্টা চালালে পুলিশ তাকে আটক করে। 

এদিকে মঙ্গলবার বেলা বাড়লেও মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম রয়েছে। তবে ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ চলছে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী কাজল কৃষ্ণ দে'র বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক নৌ মন্ত্রী শাজাহান খানের ভাই এ্যাড. ওবাইদুর রহমান কালু খান। 

নির্বাচনের শুরু থেকেই উত্তেজনা ও জনমনে শংকা রয়েছে। ভোট চলবে সকাল ৯ টা থেকে ৫টা। ফলে অনেক ভোটারই বিভ্রান্ত হয়। মোট ১১৫টি ভোট কেন্দ্রর মধ্যে ১১০টি কেন্দ্রই ঝুকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাই প্রতিটি কেন্দ্রে জেলার বাইরের একজন করে এসআই ও ৫ জন পুলিশ, ১০ জন আনসার মোতায়ন রয়েছে। এছাড়া ৫১জন ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছে। ৫ প্লাটুন বিজিবিসহ ১১০০পুলিশ ও র‌্যাব মাঠে কাজ করছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর