১৪ বছর আগে কিশোরগঞ্জের হোসেনপুরে চয়ন হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ এবং ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুর রহিম এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালের ৫ ডিসেম্বর দুপুরে কিশোরগঞ্জ হোসেনপুর উপজেলায় তুচ্ছ বিষয় নিয়ে বিরোধের জেরে এরশাদুল হক চয়নকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে আসামিরা। পরদিন নিহত চয়নের বাবা হোসেনপুর থানা একটি মামলা করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ মামলার রায় হলো।
বিডি-প্রতিদিন/১৯ জুন, ২০১৯/মাহবুব