১৯ জুন, ২০১৯ ১৪:৪৩

‘উগ্রবাদ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর করণীয়’ শীর্ষক সেমিনার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

‘উগ্রবাদ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর করণীয়’ শীর্ষক সেমিনার

‘উগ্রবাদ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে বরিশালে।

বুধবার দিনভর নগরীর চাঁদমারী পুলিশ অফিসার্স মেসের হলরুমে সেমিনারের উদ্বোধন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) শাখা বরিশালে এই সেমিনারের আয়োজন করে। 

মেট্রোপলিটন পুলিশের ৪ উপ-কমিশনার যথাক্রমে মো. হাবিবুর রহমান খান, মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, আবু রায়হান মো. সালেহ, জাহাঙ্গীর মল্লিক ও খায়রুল আলম সহ বিএমপি’র বিভিন্ন ইউনিটের পদস্থ কর্মকর্তারা সেমিনারে অংশগ্রহণ করেন। 

সেমিনারে জঙ্গিবাদ কি, জঙ্গিবাদ প্রতিরোধে পুলিশের করণীয় ও সতর্কতা এবং জঙ্গিবাদ প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করণের বিষয়ে নানা মতামত প্রদান করেন অংশগ্রহণকারী পুলিশ কর্মকর্তারা। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর