আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে নীলফামারীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৩ জুন) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন।
সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার নাহিদ হাসান, সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারীর উপ-পরিচালক আবুল কাশেম আযাদ, উপজেলা খাদ্য কর্মকর্তা তৌহিদুর রহমান ও জেলা মার্কেটিং অফিসার এরশাদ হোসেন।
এর আগে ডিসি অফিস থেকে শুরু হয়ে একটি বনার্ঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন।
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ