২২ জুলাই, ২০১৯ ০৩:২৩

কমছে তিস্তার পানি, ভাঙছে বাঁধ বিলীন ফসল

নিজস্ব প্রতিবেদক

কমছে তিস্তার পানি, ভাঙছে বাঁধ বিলীন ফসল

তিস্তা নদীতে পানি কমার সঙ্গে সঙ্গে এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের ফলে নদীর বাম তীরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একাংশসহ ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। 

রংপুর পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে কার্যকর কোনো পদক্ষেপ না নিলে শেখ হাসিনা সেতুর সংযোগ সড়কসহ লক্ষ্মীটারী ও কোলকোন্দ ইউনিয়নের চরাঞ্চলের কয়েকটি গ্রাম নদী গর্ভে বিলীন হওয়ার আশংকা রয়েছে।

ভাঙন কবলিত গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের চর বিনবিনা, লক্ষ্মীটারী ইউনিয়নের চর ইচলী, চর শংকরদহ এলাকায় ভাঙনে চর বিনবিনা এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একাংশসহ আশপাশের গ্রামের ফসলি জমি ভাঙনের মুখে পড়েছে। 

স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমান জানান, তিস্তা নদীতে পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে তিস্তায় ভাঙন দেখা দিয়েছে।

গত পাঁচদিনে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একাংশসহ চর বিনবিনা, চর ইচলী, চর শংকরদহ গ্রামের ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়েছে। ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের প্রতি দৃষ্টি আর্কষণকরেছেন।

শনিবার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন রংপুর পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ, গঙ্গাচড়া উপজেলার ইউএনও তাসলীমা বেগম, লক্ষ্মীটারী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী।

এসময় ভাঙন কবলিত লক্ষ্মীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী সাংবাদিকদের জানান, পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত নদী শাসনের কারণে প্রতিবছরই তিস্তা নদী ভাঙনের কবলে পড়ে। তিনি নদীর বাঁধ করার জন্য পানি উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন।

রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান জানান, ভাঙন রোধে কাজ চলমান রয়েছে। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বাম তীরেও নদী শাসনে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর