২২ জুলাই, ২০১৯ ১৭:৩৬

বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় ২৬ শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ

শরীয়তপুর প্রতিনিধি

বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় ২৬ শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ

শরীয়তপুরের নড়িয়া-কাঠালবাড়ি আঞ্চলিক মহাসড়ক প্লাবিত হয়েছে। রাস্তা ভেঙে যান চলাচল বন্ধ রয়েছে। এতে জনদুর্ভোগে পড়েছেন এসব এলাকার মানুষ। এই রুটে নড়িয়া থেকে জাজিরা, কাঁঠালবাড়ি ও শিবচর এলাকার সাথে যোগাযোগ বন্ধ রয়েছে। কয়েকটি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এর ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এসব অঞ্চলে যাতায়াতকারী মানুষের। এছাড়াও শরীয়তপুর-মাঝি কান্দি আঞ্চলিক মহাসড়কে পানি উঠেছে। 

জেলা প্রাথমিক বিদ্যালয় অফিস সূত্রে জানা গেছে, বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ৫টি ও জাজিরা উপজেলায় ১৬টি প্রাথমিক বিদ্যালয়ে ইতিমধ্যে পাঠ দান বন্ধ রয়েছে। অপরদিকে, ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানায় ৫টি প্রাথমিক বিদ্যালয়ে পানি উঠেছে। এর ফলে জাজিরা, নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। যে কোনো সময় বন্ধ ঘোষণা হতে পারে। পদ্মায় স্রোত বাড়ায় নড়িয়ার নওপাড়ার মুন্সিকান্দি গ্রামে অস্থায়ীভাবে তীর রক্ষা কাজের ১০০ মিটার অংশ ধসে গেছে।

নড়িয়া-জাজিরা সড়কের অটোরিকশা চালক মজিবুর রহমান বলেন, ৮-১০ দিন ধরে পদ্মায় পানি বাড়ছে। পাচুখারকান্দি এলাকার বিকল্প সড়কটি ভেঙে যাওয়ায় সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। ওই স্থান দিয়ে পায়ে হেঁটেও চলাচল করা যাচ্ছে না। পানি লোকালয়ে ঢুকেছে। আমরা এখন কি করবো বুঝতে পারছি না।

এদিকে, পানি বৃদ্ধি পাওয়ায় নড়িয়া-জাজিরার পদ্মা নদীর ডান তীর রক্ষা কাজ বিঘ্নিত হচ্ছে। সিসি ব্লক নির্মাণ ইয়ার্ড পানিতে তলিয়ে যাওয়ায় বুধবার থেকে সিসি ব্লগ নির্মাণ কাজ বন্ধ রয়েছে। নদীতে তীব্র স্রোত থাকায় বালুবাহী বলগেট চলাচল করতে সমস্যা হচ্ছে। এ কারণে জিও ব্যাগ ফেলা ৩০ শতাংশে নেমে এসেছে।

পাউবোর নির্বাহী প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার জানান, নদীতে পানি বাড়ায় প্রকল্প এলাকার বেশ কিছু স্থানে তীর তলিয়ে গেছে। ওই সব স্থানে কার্যক্রম চালানো যাচ্ছে না। আর তীব্র স্রোত থাকায় জিও ব্যাগ ডাম্পিং করতে সমস্যা হচ্ছে। যেখানে সমস্যা হচ্ছে সেখানেই তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হচ্ছে।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর