২২ আগস্ট, ২০১৯ ১৩:৩৯

‘সাক্ষাৎকার দেয়া কোনো রোহিঙ্গাই প্রত্যাবাসনে রাজি নয়’

নিজস্ব প্রতিবেদক

‘সাক্ষাৎকার দেয়া কোনো রোহিঙ্গাই প্রত্যাবাসনে রাজি নয়’

সাক্ষাৎকার দেয়া কোনো রোহিঙ্গাই প্রত্যাবাসনে রাজি নয়। প্রত্যাবাসনের জন্য এখনো আসেনি কেউ বলে জানিয়েছেন শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালাম আজাদ। তিনি জানান, সাক্ষাৎকার দেয়া কেউ যেতে রাজি নয়। তাই বলা যায়, আজ কেউ ফেরত যাচ্ছে না।

আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে প্রস্তুতি নিয়ে বসে থাকলেও দুপুর বারোটা পর্যন্ত কোনো রোহিঙ্গা স্বেচ্ছা প্রত্যাবর্তনের জন্য আসেনি। টেকনাফের ২৬ নম্বর ক্যাম্পে ট্রানজিট অফিসে সাংবাদিকদের একথা জানান শরনার্থী কমিশনার আবুল কালাম।

এসময় তার সঙ্গে চীন ও মিয়ানমারের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তবে সকাল থেকে বেশ কিছু পরিবারকে প্রত্যাবাসনের জন্য চলমান সাক্ষাৎকারে উপস্থিত হতে দেখা গেছে। আবুল কালাম জানান, প্রক্রিয়া চলমান থাকবে। মিয়ানমার দূতাবাসের কনসুলার প্রধান বলেন,  আমরা গ্রহণ করতে প্রস্তুত।  তবে রোহিঙ্গাদের অনাস্থার বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর