'বহু ভাষায় স্বাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা'-এই স্লোগান নিয়ে নেত্রকোনায় পালিত হয়েছে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস। এ উপলক্ষে আজ রবিবার সকাল ১০ টায় শহরের মোক্তারপাড়া পাবলিক হল থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
জেলা প্রশাসক মঈনউল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুরপাড়স্থ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো'র উদ্যোগে শোভাযাত্রায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ