ঢাকা থেকে পটুয়াখালীর গলাচিপাগামী ডাবল ডেকার লঞ্চের দোতলার ডেক থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকালে গলাচিপা লঞ্চঘাটে এমভি বাগেরহাট-২ লঞ্চ থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও লঞ্চের যাত্রী সূত্রে জানা গেছে, ঢাকার সদর ঘাট থেকে পটুয়াখালী-গলাচিপাগামী ডাবল ডেকার লঞ্চ এমভি বাগেরহাট-২-তে ওঠেন ওই তরুণী। এসময় তার সাথে কেউ ছিল কিনা এ বিষয়ে অন্য যাত্রীরা কেউ কিছু জানেন না। শনিবার রাতে লঞ্চে ওই তরুণী হঠাৎ অসুস্থ হয়ে পরলে যাত্রীরা তাকে সেবা দিয়ে সুস্থ করার চেষ্টা করেন। সকালে যাত্রীরা ঘুম থেকে উঠে দেখেন তার শরীর শক্ত হয়ে গেছে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোরশেদ বলেন, ওই তরুণীর ব্যাগে একটি রুমাল পাওয়া গেছে। রুমালে আল আমিন+লামিয়া লেখা রয়েছে। তার হাতেও মেহেদী দিয়ে একি নাম লেখা রয়েছে। ধারণা করা হচ্ছে রাত ১২টার দিকে ওই তরুণীর মৃত্যু হয়েছে। এ বিষয়ে লঞ্চ কর্তৃপক্ষ অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করবে বলেও জানান তিনি।
ওসি আরও বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মেডিকেল রির্পোটের পরে মৃত্যুর কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম