পঞ্চগড় জেলা শহরের রসনাবাগ এলাকায় একটি বাড়ি পুড়ে ছাই হয়েছে। শনিবার গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । জানা যায়, কাপড় ব্যবসায়ি মিজানুর রহমেনের বাড়িতে কাপড়ের গোডাউনে রাত আড়াইটার দিকে হঠাৎ আগুন লেগে যায়। পরে আগুন ছড়িয়ে পড়ে অন্যান্য রুমেও। এসময় বাড়ির সকলেই বাইরে এসে চিৎকার করতে থাকে।
চিৎকার শুনে এলাকাবাসিরাও ছুটে আসে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষনে সবকিছু পুড়ে ছাই হয়ে যায় বলে জানান বাড়ির কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়ির ৫টি রুম পুড়ে ছাই হয়ে যায় । ঘরের আসবাবপত্রসহ অন্যান্য প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়।
বাড়ির মালিক জানান, কাপড়ের গোডাওনে প্রায় কয়েক লক্ষ টাকার নতুন কাপড় ছিলো। এছাড়া নগদ টাকা ও সোনার গয়না সহ প্রায় ৪২ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হলো জানা যায়নি। বাড়ির মালিক জানিয়েছেন, শত্রুতার জের ধরে বাড়িতে পেট্রোল ঢেলে কেউ আগুন দিতে পারে। কারণ মাত্র কয়েক মিনিটে পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।
পঞ্চগড় সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সদর থানার এস আই আব্দুল জব্বার জানান, রাত আড়াইটার দিকে আগুন লাগে। কিভাবে আগুন লাগে তা জানা যায়নি। অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ