লক্ষ্মীপুরে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
এতে গ্রিন লাইফ মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. কামালুর রহিম সমরকে আহ্বায়ক করে ২৩ সদস্যের কমিটি সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।
রবিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, শনিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রেসক্লাব হলরুমে আবদুর রহমান তুহিন চৌধুরীর সভাপতিত্বে এসোসিয়েশনের সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে আব্দুর রহমান তুহিন চৌধুরী, মো. নাজমুল হাসান, রাজু হাসান ও জহিরুল ইসলাম ফরহাদকে যুগ্ম আহ্বায়ক করা হয়। এছাড়াও, আরও ১৮জনকে কমিটির সদস্য করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মো. নুরুল হুদা, নাসির উদ্দিন, আবদুর রাজ্জাকসহ বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিকের পরিচালকবৃন্দ।
বিডি প্রতিদিন/কালাম