রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা আনসার-ভিডিপির আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।
বর্তমান সরকারের নিদের্শনা অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগ,পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজ বনায়ন গড়তে এ বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।
উপজেলা আসনার-ভিডিপি অফিস প্রাঙ্গণে কাঁঠাল গাছের চারা রোপন করে এ সর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার-ভিডিপির প্রশিক্ষক রেখা রাণী বিশ্বাস, উপজেলা আনসার কোম্পানির কমান্ডার লিটন ভূইয়া ও মহিলা আনসার কমান্ডার ইসলিমা বেগম প্রমুখ।
বৃক্ষরোপন কর্মসূচিতে ৩০ জন আনসার সদস্যকে ৫টি করে ফলজ ও বনজ বৃক্ষের চারা দেওয়া হয়।
বিডি প্রতিদিন/কালাম