খাগড়াছড়ির আধুনিক জেলা সদর হাসপাতাল চট্টগ্রাম বিভাগের মধ্যে স্বাস্থ্য সেবার মানের দিক থেকে প্রথম স্থানে রয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় পর্যায়ে ম্যানেজম্যান্ট ইনফরমেশন সিস্টেমের (এম আই এস) সেবার মান নির্ণয়ের স্কোরে খাগড়াছড়ি হাসপাতাল এ স্থান অর্জন করে।
এছাড়া স্কোরে পুরো দেশের মধ্যে ১১তম স্থানে রয়েছে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতাল।
খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. মো. ইদ্রিস মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা আগামী ডিসেম্বরের মধ্যে যেসব সমস্যা রয়েছে তা সমাধান করে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করার জন্য কাজ করে যাচ্ছি। তিনি এজন্য এখানকার সকলের সার্বিক সহযোগীতা কামনা করেছেন।
এছাড়া জাতীয় পর্যায়ে (এম আই এস) স্কোরে চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলা আধুনিক সদর হাসপাতাল ২০ তম স্থানে রয়েছে। বর্তমানে উন্নত স্বাস্থ্য সেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, নতুন কেবিন স্থাপন, ডাক্তার, নার্সদের রোগীর প্রতি আন্তরিকতা বৃদ্ধি, পর্যাপ্ত ঔষধ ব্যবস্থা, শিশু রোগীদের জন্য আলাদা স্পেশাল কেয়ার স্থাপন, নতুন অ্যাম্বুলেন্সে রোগী পরিবহনসহ নানা চিকিৎসা সেবায় এখন সমৃদ্ব হতে চলেছে এ হাসপাতাল।
বিডি প্রতিদিন/তাফসীর আব্দুল্লাহ/হিমেল