আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০১৯ উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলামের নেতৃত্বে একটি র্যালি শুরু হয়ে ভাষা সৈনিক এম শামছুল হক চত্বর হয়ে র্যালিটি পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যূরো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসন এর আয়োজন করে। এতে উপজেলার দাপ্তরিক প্রধান কর্মকর্তাবৃন্দ, ফুলপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
এরপর উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ‘বহু ভাষায় সাক্ষরতা, উন্নয়ন জীবনের নিশ্চয়তা’ প্রতিপাদ্য বিষয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা সমাজসেবা অফিসার মো. শিহাব উদ্দিন খান, একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সূত্রধর, পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, ফুলপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরমুজ আলী চৌধুরী, শিক্ষিকা জহুরা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ