ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাইফুল (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। সে আখাউড়া উপজেলার নূরপুর গ্রামের আলম মিয়ার ছেলে। এই ঘটনায় তার সাথে থাকা মাসুম (১৭) নামের অপর কিশোর গুরুতর আহত হয়েছেন।
আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে আখাউড়া-আগরতলা সড়কের নূরপুর লামার বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরের দিকে আখাউড়া-আগরতলা সড়ক দিয়ে একটি মোটরসাইকেল যোগে সাইফুল ও মাসুম নামের দুই কিশোর আখাউড়ার দিকে যাচ্ছিল। এসময় উপজেলার নূরপুরের লামার বাড়ি নামক স্থানে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ গাড়িয়ে উল্টে যায়। এতে সাইফুল ও মাসুম গুরুতর আহত হয়। আহতবস্থায় তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠালে সেখানে সাইফুলকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ