মান সম্মত বীজ ও রপ্তানিমুখী নিরাপদ বিষমুক্ত সবজি উৎপাদন বিষয়ক দিন ব্যাপী কর্মশালা হযেছে ঠাকুরগাঁওয়ে।
রবিবার বড়দেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ জাতীয় কৃষিপদক প্রাপ্ত পরিষদ এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আফতাব হোসেনের সভাপতিত্বে বক্তব্যদেন-পুলিশ সুপার মনিরুজ্জামান, বাংলাদেশ কৃষি পদক প্রাপ্ত পরিষদের মহাসচিব বকুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী আহসান উল্লাহ প্রমুখ।
কর্মশালায় মান সম্মত বীজ ও নিরাপদ সবজি উৎপানে বেশ কিছু সাপারিশ মালা ও কলা কৌশল উপস্থাপন করা হয়। সদর উপজেলার ৫০জন কৃষক কর্মশালা অংশ নেন।
পরে অতিথিরা কৃষিতে জাতীয় পদক প্রাপ্ত মেহেদী আহসান উল্লাহ বিষ মুক্ত সবজি ক্ষেত পরিদর্শন করেন এবং চা বাগানে চারা লাগিয়ে উদ্বোধন করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন