কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে ইমান হোসেন (৪৫) নামে এক জেলের মৃতদেহ উদ্ধার করেছেন স্বজনরা। আজ রবিবার সকালে মৃতদেহটি উদ্ধার করা হয়।
এর আগে শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে নিখোঁজ ছিলেন ইমান হোসেন। নিখোঁজ জেলে ইমান হোসেন টেকনাফ উ সদর ইউনিয়নের উত্তর নাজিরপাড়া এলাকার মৃত নুর আহমদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১টার দিকে নাফনদীর উপকূলের নাজির পাড়া সংলগ্ন স্লুইচগেট খালে টেলা জাল দিয়ে মাছ ধরার সময় পানিতে ডুবে নিখোঁজ হন ইমান হোসেন। খবর পেয়ে কোস্টগার্ড ও বিজিবির সদস্যরা পৃথক উদ্ধার অভিযান চালিয়েও নিখোঁজ জেলের সন্ধান পাননি। পরে রবিবার সকালে গফুর প্রজেক্টের কাছে নিখোঁজ ইমান হোসেনের মৃতদেহ ভেসে ওঠে। খবর পেয়ে স্বজনরাই মৃতদেহটি উদ্ধার করেন।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ