পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে সিঁদ কেটে ঘরে ঢুকে গৃহকর্তার হাত-পা বেঁধে স্বর্ণালঙ্কারসহ নাগদ টাকা নিয়ে গেছে একদল মুখোশধারী। এ সময় গৃহকর্তা সালাম মুসুল্লী (৭০)কে কুপিয়ে গুরুতর জখম করেছে। তাকে রবিবার সকালে স্বজনরা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার গভীর রাতে উপজেলার মহিপুর থানার বিপেনপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
মহিপুর থানার ওসি মো.সোহেল আহমেদ জানান, খবর পেয়ে তিনিসহ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় মামলা হয়নি। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন