'বহু ভাষা সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা' প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন বগুড়া জেলার উদ্যোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়েছে।
রবিবার বিকেল তিনটায় বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন জেলার কমিশনার ও বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুনের সভাপতিত্বে বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ উপ-পরিচালক সুফিয়া নাজিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলার শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা ফারজানা হক শারমিন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোরশেদ, বগুডছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোসাম্মাৎ ফাতেমা খাতুন।
আলোচনা সভায় মাটিডালি বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুব হামিদ তারা, জেলা গাইড সম্পাদিকা কেএম জেবুন্নেসা চৌধুরী, জেলা গাইড কোষাধক্ষ্য সহকারি শিক্ষিকা মাফরুহা, গওহর আরা বেগম, ফরিদা বেগম, দীপা ফারজানা, শিখা রানী, নাজমুন্নাহার বেগম, রাজিয়া সুলতানা, ফেরদৌস জাহান উপস্থিত ছিলেন। এছাড়া বগুড়া জেলার ছয়পুকুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, মাটিডালি বালিকা উচ্চ বিদ্যালয়, ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, সিটি বালিকা উচ্চ বিদ্যালয় সহ কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর গাইড মারুফা ইস্মিন এবং জারিন তাসনিম তুবার সঞ্চালনায় দিবসটির গুরুত্ব উপলব্ধি করে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় নাটিকা শিক্ষার আলো। এছাড়া বিদ্যালয়ের ছাত্রীরা একটি শিক্ষামূলক গান পরিবেশন করে।
বিডি প্রতিদিন/হিমেল