আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ ফরিদপুরে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে দুদক।
দুর্নীতি দমন কমিশন (দুদক) ফরিদপুরের সমন্বিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক কমলেশ মন্ডল বাদী হয়ে আজ এ মামলা করেন।
মামলায় এক কোটি ৬০ লাখ ২৬ হাজার ৫৮৫ টাকা সম্পদের তথ্য গোপন এবং দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে তিন কোটি ৪৩ লাখ ৮৫ হাজার ৪৯৭ টাকার আয়ের সঠিক উৎস না থাকায় দুদক আইন-২০০৪এর ২৬(২) ও ২৭(১) ধারায় মিজানুর রহমান মোল্লাকে আসামি করা হয়েছে।
মিজানুর জেলার বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের আবুল হোসেনের ছেলে।
বিডি প্রতিদিন/হিমেল