বরগুনার তালতলীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আবুল হাসান নামের থানার এক এএসআই নিহত হয়েছেন। রবিবার বিকালে তালতলী-কচুপাত্রা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
তালতলী থানা সূত্রে জানা গেছে, বিকাল ৫টার দিকে থানা থেকে মোটর সাইকেল নিয়ে একটি মামলার তদন্তে বের হন এএসআই আবুল হাসান।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেল উল্টে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। মাথায় আগাতে মগজ বের হয়ে যায়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে।
নিহত আবুল হাসানের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলায়। প্রায় দেড় বছর ধরে তিনি তালতলী থানায় কর্মরত।
বিডি-প্রতিদিন/মাহবুব