গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণে টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনে জেলা পর্যায়ে নেটওয়ার্ক গঠন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার জেলা প্রেসক্লাবের হলরুমে অক্সফামের সহযোগিতায় বিএনপিএসের আয়োজনে এই কর্মশালায় জেলার নেতৃবৃন্দসহ মোহনগঞ্জ উপজেলার দুইটি ভার্নারেবল ইউনিয়নের নারী পুরুষ অংশ নেন।
প্রফেসর ননী গোপাল সরকারের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় বক্তব্য রাখেন অধ্যাপক মতীন্দ্র সরকার, প্রেসক্লাব সহ সভাপতি খন্দকার আনিছুর রহমান, এডভোকেট আব্দুল হান্নান রঞ্জন, জন উদ্যোগের আহ্বায়ক অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, বিএনপিএসের মৃণাল কান্তি চক্রবর্তী, সংবাদকর্মী আলপনা বেগম, মোহনগঞ্জ উপজেলার প্রকল্প সমন্বয়কারী শ্যামল রায়, উপজেলা নেটওয়ার্কের (সমাজ ভিত্তিক সংগঠনের) সভাপতি আমেনা খাতুন, সম্পাদক মনিরুজ্জামান দিলু ও মনষা রানী প্রমুখ।
পরে জেলা পর্যায়ের নেটওয়ার্কে আলপনা বেগমকে সভাপতি, ইফতেখার আহমেদ রিপনকে সম্পাদক ও মনিরুজ্জামানকে সাংগঠনিক করে ১৫ সদস্যের একটি কমিটি গঠিত হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন