রাজনীতি কোন পেশা নয় জানিয়ে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করার চেষ্টা করে যাচ্ছি। আমার বাবা বলেছিলেন- আইনজীবী হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে। আর বঙ্গবন্ধু বলেছিলেন- রাজপথে থেকে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে। তাই রাজপথই বেছে নিয়েছি। বঙ্গবন্ধুর নির্দেশে গণমানুষের অধিকার রক্ষায় সকল আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলাম। এখন বঙ্গবন্ধুর সোনার বাঙলা গড়ার প্রত্যয় নিয়ে শেখ হাসিনার ভিশন-২০২১ বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।
নরসিংদী জেলা আইনজীবী সমিতির উদ্যোগে রবিবার সন্ধ্যায় আইনজীবী সমিতির মিলনায়তনে আয়োজিত এক সংবর্ধণায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, রাজনীতি কোন পেশা নয়। মানুষের কল্যাণের জন্য রাজনীতি। তেমনি আইন পেশাও মানুষের কল্যাণমূলক একটি পেশা। তাই অর্থ-বিত্তেবর কথা চিন্তা না করে আইনজীবীদের প্রতি অসহায় দরিদ্র মানুষের সেবা করার আহবান জানান।
নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. শাজাহান মিয়ার সভাপতিত্বে সংবর্ধণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম, জেলা প্রশাসকের চেয়ারম্যান আবদুল মতিন ভূইয়া,অতিরিক্ত জেলা প্রশাসক কমল কুমার ঘোষ, নরসিংদী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক তারেক মোহাম্মদ লুৎফর রহমান, প্রবীন আইনজীবী এড.জিল্লুর রহমান, পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. ফজলুল রহমান, সহকারী পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম রিপনসহ আইনজীবীবৃন্দ।
সংবর্ধণা অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে নরসিংদী জেলা আইনজীবী সমিতির আজীবন সদস্য পদ দেওয়া হয়। এসময় মন্ত্রী আইনজীবীদের বিভিন্ন আইন বিষয়ক বইপত্র কেনার জন্য ১৫ লক্ষ টাকা অনুদান দেয়ার ঘোষণা দেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার