টঙ্গীতে নদী দখল ও দূষণ রোধে নদীযাত্রা নামে এক অভিনব প্রতিবাদী কর্মসূচি পালিত হয়েছে। টঙ্গী উন্নয়ন পরিষদের আয়োজনে আজ রবিবার দুপুরে স্থানীয় পরাণ মন্ডলের টেক খেয়াঘাট থেকে যাত্রা শুরু করে ভাওয়াল মির্জাপুর পর্যন্ত তুরাগ নদীতে নদীযাত্রা কর্মসূচি পালিত হয়।
টঙ্গী উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল হুমায়ুন হিমুর নেতৃত্বে এ কর্মসূচিতে অংশ নেন টঙ্গী থানা প্রেসক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার এম এম হেলাল উদ্দিন, বাংলাদেশ সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দিন বুলবুল, শিক্ষানুরাগী হাবিবুর রহমান, টঙ্গী উন্নয়ন পরিষদের সহ-সভাপতি মজিবুর রহমান মাস্টার, অহিদ মন্ডল, নুরু সরকার প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার