পারিবারিক কলহের জেরে সিরাজগঞ্জে নাতির কুড়ালের আঘাতে নানির মৃত্যু হয়েছে। নিহত নানি ওজেদা খাতুন (৪৫) সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের দেড়কালিয়া গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী। রবিবার সন্ধ্যার দিকে সদর দেড়কালিয়া গ্রামে নানির বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের বড় ভাই আবুল কালাম আজাদ বলেন, সন্ধ্যার দিকে ওজেদার মেয়ের ঘরের নাতি সিয়ামের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে নাতি কুড়াল দিয়ে নানির মাথায় আঘাত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দাউদ জানান, লাশ উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।