দাখিলকৃত দরপত্রে প্রতারণার আশ্রয় নেয়ায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্বাবধায়ক প্রকৌশলী মো. ইউনুস শরীফকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক।
সোমবার দুপুরে পবিপ্রবি ক্যাম্পাস থেকে তাকে গ্রেফতার করে পটুয়াখালী দুদক কার্যালয়ের একটি দল। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন পটুয়াখালী জেলা কার্যালয়ের উপ পরিচালক মো. মোজাহার আলী সরদার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। পরে বিকেলে পটুয়াখালী সিনিয়র স্পেশাল জজ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কাজের ৬টি প্রকল্পে টেন্ডারে দরদাতাদের দাখিলকৃত দরপত্রে ভুল হিসাবের মাধ্যমে হিসাব বিকৃত করে সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্ধারণপূর্বক দরপত্র মূল্যায়ন কমিটি ও কর্তৃপক্ষের অনুমোদনের ব্যবস্থা করে মেসার্স স্টারলাইট সার্ভিস লিমিটেডকে কার্যাদেশ প্রদান করে। উক্ত ৬টি দরপত্রের প্রতারণা করে সরকারের সর্বমোট ৫৩ লাখ পঞ্চাশ হাজার ৩৯০ টাকা ক্ষতিসাধন পূর্বক আত্মসাত করে। যা দন্ডবিধি ৪০৯/৪২০/৪৭৭(ক) ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার তদন্তকারী কর্মকর্তা দুর্নীতি দমন কমিশন পটুয়াখালী জেলা কার্যালয়ের উপ সহকারী পরিচালক মো. আরিফ হোসেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন