৩ দিনেও উদ্ধার হয়নি নাটোরের বাগাতিপাড়া থেকে অপহৃত স্কুলছাত্রী সুবর্না। বাগাতিপাড়া উপজেলার রহিমানপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রী গত ৭ জুলাই দুপুরে বাড়ি থেকে টিফিন খেয়ে স্কুলে যাওয়ার পথে পার্শবর্তী ঈদগাহ মাঠের কাছ থেকে অপহৃত হয়।
বখাটেরা তার মুখে গামছা বেধে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। এ ঘটনায় সুবর্নার পিতা সুরত আলী বাগাতিপাড়া থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ উদ্ধার করতে পারেনি সুবর্নাকে। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাজ্জাদ হোসেন জানান, তারা অভিযান অব্যাহত রেখেছেন এবং খুব দ্রুত সুবর্নাকে উদ্ধার করতে পারবে পুলিশ।
বিডি প্রতিদিন/হিমেল