মৌলভীবাজারের কুলাউড়ায় পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হয় এক কলেজ ছাত্রী (২১)। এ ঘটনায় ধর্ষণের অভিযোগে ছাত্রীর ফুফাতো ভাই (২৫)-কে আটক করে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করে কুলাউড়া থানা পুলিশ। এর আগে, সোমবার বিকেলে ধর্ষণের ঘটনাটি ঘটে বলে অভিযোগ ওঠে।
সোমবার দিবাগত রাত দুইটার দিকে ওই তরুণী তার ফুফাতো ভাইকে আসামি করে ধর্ষণের মামলাটি করেন। এরপরই তাকে গ্রেফতার করা হয়। তরুণী কুলাউড়ার একটি কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী। মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই তরুণী মৌলভীবাজার সরকারি কলেজ কেন্দ্রে তার প্রথম বর্ষের পরীক্ষা দিচ্ছেন। সোমবার বিকেলে পরীক্ষা শেষে বাড়ি ফেরার জন্য তিনি কলেজের সামনে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। একপর্যায়ে তার ওই ফুপাতো ভাই মোটরসাইকেল যোগে সেখানে যান। তিনি বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে তাকে মোটরসাইকেলে তোলেন।
মামলার এজাহারে বলা হয়, কুলাউড়ায় পৌঁছার পর ওই যুবক কাজ দেখার কথা বলে তাদের নির্মাণাধীন ভবনের ভেতরে তরুণীকে নিয়ে যান। সেখানে তিনি তাকে ধর্ষণ করেন। পরে একটি অটোরিকশায় তরুণীকে তুলে দেন। তরুণী বাড়ি পৌঁছে স্বজনদের বিষয়টি জানান এবং দিবাগত রাত দুইটার দিকে তার ফুপাতো ভাইয়ের বিরুদ্ধে মামলাটি করেন। কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে যুবক তার মামাতো বোনকে ধর্ষণের কথা স্বীকার করেছেন। আদালত তাকে মৌলভীবাজার জেলা কারাগারে পাঠিয়েছেন। ওই ছাত্রীকে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার জন্য মৌলভীবাজারের ২৫০ শয্যার হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক