নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তিন রোহিঙ্গা যুবকের পাসপোর্ট করার বিষয়ে তদন্তে নেমেছে জেলা পুলিশ। এদিকে, পাসপোর্ট যাচাই বাছাই করার (ভেরিফেকেশন) দায়িত্বে নিয়োজিত জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) দুই কর্মকর্তা এএসআই নুরুল হুদা ও আবুল কালাম আজাদকে শোকজ করেছে জেলা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এছাড়া আরও তদন্ত চলছে। জেলার সেনবাগ উপজেলার ঠিকানা ব্যবহার করে যে তিনজন রোহিঙ্গা যুবক বাংলাদেশি পাসপোর্ট নিয়েছেন এ ঘটনায় গভীরভাবে তদন্ত শুরু করা হয়েছে এবং এ পাসপোর্ট ভেরিফেকেশনে যে কর্মকর্তা দায়িত্বে ছিলেন এবং যারা দালালের মাধ্যমে সাটিফিকেট সৃজন ও সত্যায়ন করেছেন প্রত্যেকটি বিষয়ে তদন্ত চলছে।
পুলিশ সুপার আরও জানান, বিশেষ শাখার (ডিএসবি) কর্মকর্তা এএসআই নুরুল হুদা রোহিঙ্গা দুই ভাই মোহাম্মদ ইউসুফ ও মোহাম্মদ মুসা এবং এএসআই আবুল কালাম ও অপর রোহিঙ্গা যুবক মোহাম্মদ আজিজের পাসপোর্ট ভেরিফিকেশন কাজে নিয়োজিত ছিলেন। তাদেরকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপারকে এর তদন্তভার দেয়া হয়েছে। এ ঘটনায় পেছনে জড়িত প্রত্যেককে চিহিৃত করা হবে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জানা যায়, গত বৃহস্পতিবার (৬ই সেপ্টেম্বর) বাংলাদেশি পাসপোর্টধারী তিন রোহিঙ্গা যুবককে চট্টগ্রাম আকবর শাহ থানা এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে। পুলিশের কাছে তারা স্বীকার করে দালাল ধরে নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসে থেকে পাসপোর্ট করেছে। তুরস্ক যাওয়ার আশায় তারা ঢাকা যাচ্ছিলেন ভিসার আবেদন করতে।
ওই তিন রোহিঙ্গা যুবকের পাসপোর্টে ব্যবহৃত নাগরিকত্ব সদন ও জন্ম নিবন্ধন সনদ সেনবাগের কাদরা ইউনিয়ন পরিষদ থেকে নেওয়া হয়নি বলে দাবি চেয়ারম্যান মোহাম্মদ কামরুজ্জামানের। তবে ২০১৮ সালে ওই ইউনিয়ন থেকে দেয়া নাগরিকত্ব সনদের সিরিয়াল নম্বরের সাথে রোহিঙ্গাদের পাসপোর্ট আবেদনের সাথে দেয়া দুটি সনদের সিরিয়াল নম্বরের মিল পাওয়া গেছে।
নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ পরিচালক মোহাম্মদ নুরুল হুদা জানান, এ ঘটনায় ওই অফিসের কারো জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। গ্রেফতার তিনজনের মধ্যে মোহাম্মদ ইউসুফ (২৩),তার ছোট ভাই মোহাম্মদ মুসার (২০) বাড়ি মিয়ানমারের মংডুর দুমবাইয়ে। আর মোহাম্মদ আজিজ ওরফে আইয়াজের (২১) বাড়ি মংডুর টালিপাড়ায়।
নোয়াখালী আ লিক পাসপোর্ট অফিসের উপ পরিচালক মোহাম্মদ নুরুল হুদা আরও জানান, মোহাম্মদ ইউসুফ ও মোহাম্মদ মুসার পাসপোর্ট ইস্যু করা হয়েছে ২০১৮ সালের ২৪ ডিসেম্বর। তাদের বাবার নাম আলী আহমেদ, মায়ের নাম লায়লা বেগম। মোহাম্মদ ইউসুফের জাতীয় পরিচয়পত্র নম্বর ১৯৯৬৭৫১৮৭২১১১৫১৫৭, জন্ম তারিখ: ২৩ নভেম্বর ১৯৯৬, পাসপোর্ট নম্বর: উণ ০৩৪৭৩১৫, মোবাইল নম্বরর ০১৮২৯৭৭৬৮৮৪, বৈবাহিক অবস্থা: অবিবাহিত, পেশা: প্রাইভেট সার্ভিস, স্থায়ী ঠিকানা নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নজরপুর গ্রাম।
তার ভাই মোহাম্মদ মুসার পাসপোর্ট ইস্যু করা হয়েছে একই তারিখ এবং ঠিকানায়। তার বাবার নাম আলী আহমেদ, মায়ের নাম লায়লা বেগম। মোহাম্মদ ইউসুফের জাতীয় পরিচয়পত্র নম্বর ১৯৯৯৭৫১৮৭২১১১৫১৫৮, জন্ম তারিখ: ১০ জানুয়ারি ১৯৯৯, পাসপোর্ট নম্বর: উণ ০৩৪৭৩২৬, মোবাইল নম্বরর ০১৮২৯৭৭৬৮৮৪, বৈবাহিক অবস্থা: অবিবাহিত, পেশা: প্রাইভেট সার্ভিস, স্থায়ী ঠিকানা- নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নজরপুর গ্রাম। যদিও কাদরা ইউনিয়নের নজরপুর গ্রাম ৬ নম্বর ওয়ার্ডের অর্ন্তগত কিন্তু ঠিকানায় ৭ নং ওয়ার্ড ছিল।
মোহাম্মদ আজিজের নামে পাসপোর্ট ইস্যু করা হয়েছে ২০১৯ সালের ২২ জানুয়ারি। তার বাবার নাম জামির হোসেন, মায়ের নাম রশিদা। মোহাম্মদ আজিজের জাতীয় পরিচয়পত্র নম্বর ১৯৯৮৭৫১৮৭২১১১৫৪২৪, জন্ম তারিখ: ১ এপ্রিল ১৯৯৮, পাসপোর্ট নম্বর: উণ ০৬২৮৭৭০, মোবাইল নম্বরর ০১৯৩৯৮৬২৯৫২, বৈবাহিক অবস্থা: অবিবাহিত, পেশা: প্রাইভেট সার্ভিস। স্থায়ী ঠিকানা লেখা হয়েছে একই উপজেলা ও ইউনেয়নের ২ নম্বর ওয়ার্ডের নিজ সেনবাগ গ্রাম।
এ ব্যাপারে সেনবাগ থানার ওসি মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার তিন রোহিঙ্গার পাসপোর্ট পাওয়ার বিষয় তদন্ত করে দেখা যায়, তাদের ব্যবহৃত ঠিকানায় মোহাম্মদ ইউসুফ (২৩), মোহাম্মদ মুসা (২০) ও মোহাম্মদ আজিজ নামে কারো অস্তিত্ব পাওয়া যায়নি।
এ ব্যপারে নাম প্রকাশে অনিচ্ছুক নোয়াখালী ডিএসবি অফিসের এক কর্মকর্তা জানান, ভুয়া পাসপোর্ট তৈরিতে স্থানীয় জনপ্রতিনিধি ও পাসপোর্ট ভেরিফিকেশনের দায়িত্বপ্রাপ্ত ডিএসবির কর্মকর্তারা জড়িত। এর আগে ফেব্রুয়ারি মাসে ভুয়া ঠিকানা ব্যবহার করে ৫৪ রোহিঙ্গা পাসপোর্ট তৈরি করে দেশত্যাগের সময় বিমান বন্দরে গ্রেফতার হয়। ওই ৫৪ জনের মধ্যে দুইজন সেনবাগ উপজেলার ভুয়া ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট তৈরি করেছিল। মোটা অঙ্কের টাকার বিনিময়ে তদন্ত না করেই রিপোর্ট দেওয়ার অভিযোগে ডিএসবি পুলিশের উপ-সহকারী পুলিশ পরিদর্শক (এ.এস.আই) আবুল কালাম আজাদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় (এ.এস.আই) নুরুল হুদার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বরৈ জানান ওই কর্মকর্তা।
এ ব্যপারে জেলা বিশেষ শাখার (ডিএসবি) পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান জানান, তিন রোহিঙ্গা যুবকের পাসপোর্ট করার বিষয়ে রবিবার নোয়াখালী আ লিক পাসপোর্ট অফিসের নথিপত্র যাচাই করে দেখা যায়, ওই ফাইলে কাদরা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ কামরুজ্জামান কর্তৃক নাগরিকত্ব সনদের কপি এবং প্রাক্তন চেয়ারম্যান মো. ওবায়দল হক কর্তৃক জন্ম নিবন্ধন সনদ প্রদান করা হয়েছে বলে দেখানো হয়েছে। তাদের পাসপোর্টে উল্লেখিত জাতীয় পরিচয়পত্র ও মুঠোফোন নম্বরগুলো জেলা সার্ভার ষ্টেশনে তল্লাশি করে কোন অস্তিত্ব পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, ‘পাসপোর্ট তৈরিতে জালিয়াত চক্র ভুয়া নাম, ঠিকানার পাশাপাশি জাতীয় পরিচয়পত্র ও মুঠোফোন নম্বর ব্যবহার করেছে।’
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ