১৯ সেপ্টেম্বর, ২০১৯ ১৭:১৮

সমাপনী পরীক্ষা বর্জনের ঘোষণা প্রাথমিক শিক্ষকদের

ফরিদপুর প্রতিনিধি

সমাপনী পরীক্ষা বর্জনের ঘোষণা প্রাথমিক শিক্ষকদের

প্রাথমিক শিক্ষক সমিতি ঘোষিত সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন নির্ধারণের দাবী মেনে না নেওয়া হলে প্রাথমিক বিদ্যালয়ের সমাপণী পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা।

শিক্ষকদের এ দাবি বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি থেকে এ ঘোষণা দেয়া হয়। আধা ঘণ্টা ব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য দেন প্রাথমিক শিক্ষক সমিতির জেলা শাখার সভাপতি গোলাম রহমান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সদর উপজেলা শাখার সভাপতি সুশান্ত কুমার, সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন, শিক্ষক নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক।

এসময় বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষকেরা দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে এবং প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন নির্ধারনের দাবি মানতে হবে। নইলে আগামী নভেম্বর থেকে শুরু হওয়া প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বর্জন করা হবে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর