১৯ সেপ্টেম্বর, ২০১৯ ১৭:৩২

অবৈধ মজুদের ১২৩ বস্তা সরকারি চাল জব্দ

নেত্রকোনা প্রতিনিধি

অবৈধ মজুদের ১২৩ বস্তা সরকারি চাল জব্দ

চোরাচালানের উদ্দেশে অবৈধ ভাবে মজুদ করা সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের ১২৩ বস্তা চাল জব্দ করেছে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা প্রশাসন।  

বুধবার দিনগত রাত দেড়টার দিকে উপজেলার খেয়াঘাট এলাকার শাহ্ আলম নামের এক ডিলারের দোকান থেকে চালগুলো জব্দ করা হয়।
কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করা হয়েছে। অভিযানের সময় কোন অপরাধীকে পাওয়া যায়নি। খাদ্য বান্ধব কর্মসূচির মনোগ্রাম সম্বলিত বস্তার চালগুলো প্লাস্টিকের বস্তায় মজুদ করেছিলেন ওই ডিলার। ডিলার এখন পলাতক রয়েছে।
ইউএনও আরো জানান, চোরাচালান  ও অবৈধ মজুদের অভিযোগে দোষিদের বিরুদ্ধে বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় মামলা করা হবে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর