১৯ সেপ্টেম্বর, ২০১৯ ২২:০৮

মানসিক ভারসাম্যহীন রাশিদাকে তার সন্তানসহ পরিবারের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মানসিক ভারসাম্যহীন রাশিদাকে তার সন্তানসহ পরিবারের কাছে হস্তান্তর

বরিশাল নগরীর চরকাউয়া খেয়াঘাট যাত্রী ছাউনীতে মানসিক ভারসাম্যহীন এক যুবতীর গর্ভে জন্ম নেয়া নবজাতক হ ওই যুবতীকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। 

মেট্রোপলিটন পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার সন্ধ্যায় নবজাতক হাসান ও তার মা রাশিদা আক্তারকে (১৯) তার স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়। 

এ সময় রাশিদার বাবা জেলার মুলাদী উপজেলার ডিক্রিরচর গ্রামের বাসিন্দা শাহজাহান মুন্সি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

মানসিক ভারসাম্যহীন রাশিদা সৌদি প্রবাসী ছিলো। বছর খানেক আগে সে দেশে ফিরে ফরিদপুরের শিবচর গ্রামে স্বামী আনোয়ার হোসেনের বাড়ি অবস্থান নেয়। এরপর কি করে সে বরিশাল এলো কিংবা কি করে সে অন্তঃস্বত্তা হলো সে বিষয়ে কিছুই বলতে পারেনি তার স্বজনরা। 

কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, গত ১১ সেপ্টেম্বর চরকাউয়া খেয়াঘাটের যাত্রী ছাউনীতে একটি পুত্র সন্তানের জন্ম দেয় অপ্রকৃতিস্থ রাশিদা। স্থানীয়রা তাকে নবজাতক সহ শের-ই বাংলা মেডিকেলে প্রেরন করে। শিশুটির নাম রাখা হয় হাসান। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে গত ১৪ সেপ্টেম্বর শিশুটির নিরাপত্তার স্বার্থে নবজাতক হাসান সহ রাশিদাকে পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে নেয়া হয়। একই সাথে রাশিদার স্বজনদের খোঁজখবর শুরু করে পুলিশ। 

আজ আনুষ্ঠানিকভাবে রাশিদাকে তার নবজাতক সন্তান সহ তার বাবার কাছে বুঝিয়ে দেয়া হয় বলে জানিয়েছেন কোতয়ালী থানার ওসি।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর