সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছেন। তিনি কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে যেমন বেকারত্ব দূর করছেন, ঠিক তেমনি সমাজের অসচ্ছল বয়স্ক ব্যক্তি, বিধবা এবং প্রতিবন্ধীদের বিভিন্ন ভাতা প্রদানের মাধ্যমে তাদের সমাজিক নিরাপত্তা নিশ্চিত করে যাচ্ছেন।
সোমবার মেলান্দহ উপজেলায় মির্জা আজম অডিটরিয়াম চত্বরে সমাজ সেবা অফিসের আয়োজনে সুবিধাভোগীদের মাঝে ভাতার বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
মেলান্দহ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফারুক মিয়ার সভাপতিত্বে ভাতার বই বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, মেলান্দহ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো: জিন্নাহ প্রমুখ।
পরে সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় মেলান্দহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০১৮-১৯ অর্থ বছরের নতুন তালিকাভূক্ত বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে নগদ অর্থ ও ভাতার বই বিতরণ করেন। এ সময় ২ হাজার ১৭৪ জন ব্যক্তির মাঝে এই ভাতার বই বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল