বগুড়ায় কোচিং সেন্টারের এক সহকর্মীকে ধর্ষণের অভিযোগে পরিচালক আলী আহসান ডিউককে (৪৩) গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। রবিবার রাতে জেলা শহরের উপশহরের স্নিগ্ধা আবাসিকের ২ নাম্বার রোড এলাকায় নিজ কোচিং সেন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ঝোপগাড়ীর মৃত হযরত আলীর ছেলে।
অভিযোগকারী কোচিং এর ওই নারী সহকর্মীর দাবি, বিয়ের প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে তাকে একাধিকবার ধর্ষণ করেছে পরিচালক আলী আহসান।
বগুড়া সদর থানার ইন্সপেক্টর রেজাউল করিম রেজা জানান, অভিযুক্ত কোচিংর পরিচালক তার সহকর্মীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেছে। পরে ভুক্তভোগী ওই নারী বিয়ের দাবিতে আলী আহসানের বাড়িতে অবস্থান নেয়। এমন সংবাদ পেয়ে উপশহর ফাঁড়ি পুলিশের টিম রবিবার রাতে অভিযুক্ত আলী আহসানকে গ্রেফতার করেছে।
বগুড়া সদর থানার ওসি এস এম বদিউজ্জামান জানান, গ্রেফতারকৃত আলী আহসানের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার