বগুড়ার উত্তর চেলোপাড়ায় সৎ বাবার হাতে ৫ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার এ ঘটনায় বগুড়া সদর থানায় অভিযোগ করা হলে পুলিশ সদস্যরা অভিযুক্ত শহিদুল ইসলামকে (২৬) আটক করে থানায় নিয়ে আসে।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম রেজা জানান, শিশু ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এই মামলায় অভিযোগ করা হয় প্রায় তিনমাস আগে। সদরের উত্তর চেলোপাড়ার জিলহক ইসলামের ছেলে শহিদুলের সাথে ধর্ষিত শিশুটির মার দ্বিতীয় বিয়ে হয়। বিয়ের পর থেকে সে তার নতুন স্বামীর সাথে উত্তর চেলোপাড়ার ভাড়া বাসায় থাকতো। রবিবার বিকেল ৪ টায় শিশুটির মা তার বাবার বাড়িতে বেড়াতে যায়। পরে মেয়ের মা বাড়িতে এসে শিশুটিকে কাঁন্নাকাটি করতে দেখে এবং বাড়ির মেঝেতে রক্ত পরে থাকতে দেখে। এরপর তার মেয়েকে নিয়ে স্থানীয় ডাক্তারের কাছে যায় এবং তার কন্যা ধর্ষিত হয়েছে বলে জানতে পারে।
এরপর বিষয়টি এলাকায় জানাজানি হলে সোমবার দুপুর সাড়ে ১২টায় মেয়ের মা বগুড়া সদর থানায় মামলা দায়ের করে। মামলা দায়েরের পর একদল পুলিশ উত্তর চেলোপাড়ার ভাড়া বাসা থেকে ধর্ষককে গ্রেফতার করে।
বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেলে পাঠানো হচ্ছে। আটক শহিদুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার