গাজীপুরের টঙ্গীা গোপালপুর এলাকায় জার্মান আওয়ামী লীগের সহ-সভাপতি বাদল শেখের জাভান নামে আাসিক হোটেল ও ক্লাবে পুলিশি অভিযানের পর মাদক কেনা-বেচা ও অশ্লীল নাচ গান বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। তবে হোটেলের অন্যান্য কার্যক্রম চলছে বলে জানিয়েছেন ওই ক্লাবের ম্যানেজার রিয়াজ হোসেন বাবু।
এদিকে আজ সোমবার বিকালে গাজীপুর রাজস্ব বিভাগের আয়কর কর্মকর্তারা জাভান হোটেল পরিদর্শনে আসেন এবং আয়করের বিষয়টি খতিয়ে দেখেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, ওই হোটেলে প্রতিরাতেই চলে অসামাজিক কার্যকলাপ। বিভিন্ন এলাকার তরুণ-তরুণীরা হোটেলে গিয়ে সন্ধ্যার পর হতে গভীর রাত পর্যন্ত ভবনের নবম তলায় মদ-বিয়ার ও নগ্ন অবস্থায় নাচ-গান করে। এরপর মাতাল অবস্থায় সেখানে রুমের ভেতর অসামাজিক কার্যকলাপ চালায়। এমন গোপন সংবাদের ভিত্তিতে হোটেলটিতে অভিযান পরিচালনার পর ৩৩ বোতল বিদেশী মদ ও ৬০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। এসময় ১২ তরুণী ও ৬ যুবককে আটক করা হয়। এছাড়া মাদক বিক্রির ১ লাখ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক পৃথক দুটি মামলা হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগতরাতে জার্মান আওয়ামী লীগ নেতা বাদলের বিলাসবহুল জাভান নামে আবাসিক হোটেল ও ক্লাবে অভিযান চালায় পুলিশ। এসময় ১৮ জন তরুণ-তরুণীকে আটক করে গজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তবে হোটেল মালিক বাদল বিদেশে থাকায় তাকে আটক করা সম্ভব হয় নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার